ধর্ষণ ও দুর্নীতি-করোনার মতো সমাজে ছড়িয়ে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ধর্ষণ ও দুর্নীতি- করোনার মতো সমাজে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধনে এ অভিযোগ করেন তিনি। চাকরিচূত ঢাকা বিশ্ববিদ্যালয় ও বে-সবরকারি বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষককে অন্যায়ভাবে চাকরিচূত করার প্রতিবাদ জানিয়ে তাদেরকে পুন:বহাল করার দাবিও জানান তিনি। এসময় তিনি আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা ভীত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার করছেন। এছাড়া সরকারে দুর্নীতির সমালোচনা করে ছাত্রলীগের ধর্ষণের ঘটনার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।