ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারের আগুলিয়া, রাজশাহী, দিনাজপুর, ঝালকাঠি ও জামালপুরে মানববন্ধন হয়েছে।
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে ২৪টি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এই মানববন্ধন করেন।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে রেব এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ এবং ইসলামী আন্দোলন একই স্থানে আলাদা কর্মসুচি পালন করে। জুমার নামাজের পর সর্বস্তরের ইমাম ও ওলামা-মাশায়েখ রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
নারী নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় হাকিমপুর হিলির পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বক্তারা ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতসহ পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
ঝালকাঠিতে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এদিকে, সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখা। দুপুরে শহরের দয়াময়ী মোড়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ নেতা মারুফুল ইসলাম মারুফ, জাকির হোসেন, মীর ইসহাদ হাসানসহ আরো অনেকে।