ধর্ষণ মামলার রায়ে বিতর্কিত পর্যবেক্ষণ দেয়া বিচারক কামরুন্নাহারকে প্রত্যাহার
- আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
৭২ ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার বিতর্কিত পর্যবেক্ষণ দেয়া বিচারক মোছাম্মাৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অপরদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর ওই বিচারককে এমন পর্যবেক্ষণ দেয়ার জন্য শোকজ করা হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করে প্রধান বিচারপতি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। ওই বিচারককে আর এজলাসে না বসার নির্দেশ দেয়া হয়েছে।
১১ নভেম্বর ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার।
ধর্ষণের ৭২ ঘণ্টা পর আলামত নষ্ট হয়ে যায় উল্লেখ করে, এ রকম মামলা পুলিশকে না নেয়ার পরামর্শসহ পর্যবেক্ষণ দেন তিনি।
রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে আদালতে না বসার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট থেকে চিঠি দেয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, এটি সব বিচারকের জন্যই একটি সতর্ক বার্তা। এখতিয়ারের বাইরে গিয়ে কিছু করা উচিৎ না।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, কামরুন্নাহারের বক্তব্য অসাংবিধানিক ও বেআইনি। এটা বিচারকদের জন্য বিব্রতকর।
সংবিধান মেনে রায় দিতে বিচারকদের প্রতি আহবান জানান আইনমন্ত্রী আনিসুল হক।