ধলেশ্বরী নদীতে দুটি লাইটার জাহাজে ডাকাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে দুটি লাইটার জাহাজে ডাকাতি হয়েছে।
গত রাতে মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে এ নৌ-ডাকাতির ঘটনা ঘটে। মুক্তারপুর নৌ-পুলিশ জানায়, মধ্যরাতে একটি স্পীডবোট দিয়ে ১৮/২০ জনের একটি ডাকাত দল নদীতে নোঙর করা দু’টি জাহাজে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় জাহাজের মাস্টারকে মারধর ও দুটি জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এদিকে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।