আগাম শীতে উত্তরাঞ্চল জুড়ে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
মৌসুম আমন ধান ঘরে তুলতে ব্যস্ত উত্তারঞ্চলের কৃষক। তবে নবান্নের রং নেই এবার। সর্বচ্চ উৎপাদন খরচে ফলন মোটামুটি হলেও দুশ্চিন্তা কেবলই ন্যায্য দাম নিয়ে।
এ যেনো পাকা ধানে শীত-কুয়াশার আদর। আর আগাম শীতেই উত্তরজুড়ে চলছে ধান ঘরে তোলার ব্যস্ততা।অনাবৃষ্টি আর পোকার আক্রমনে আশানুরুপ ফলন হয়নি । বিঘাপ্রতি গড়ে ১৮ থেকে ১৯ মণ পর্যন্ত ফলন হয়েছে ।
আছে শ্রমিক সংকটও। সব মিলিয়ে উৎপাদন খরচ ও নিত্য পন্যের বাজার বিবেচনায় অন্তত ১৪’শ টাকা মন চান কৃষকরা।
তবে এমন পরিস্থিতির মধ্যেও ফলন নিয়ে বেশ সন্তুষ্ট কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
ধানের মাঠ ও পাকা ধান কাটা মাড়াই পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি জানান , কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার।
এ বছর নওগাঁয় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।