ধান মাড়াই করতে দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে ‘কম্বাইন্ড হারভেস্টর’-এর মালিকরা
- আপডেট সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে ধান মাড়াই করতে কৃষকদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে ‘কম্বাইন্ড হারভেস্টর’-এর মালিকরা। ভর্তুকির মাধ্যমে অর্ধেক দামে ধান মাড়াই যন্ত্র ‘কম্বাইন্ড হারভেস্টর’ বিতরণ করেছে সরকার। প্রতি একর জমির বোরো ধান মাড়াইয়ের জন্য মেশিন মালিকদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ভাড়া ঠিক করে দেয় স্থানীয় কৃষি বিভাগ। কিন্তু, কৃষকদের কাছ থেকে তারা নিচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
গত ১৩ মে জেলার বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান মাড়াই উদ্বোধনের সময় এ সব কথা বলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটা থেকে বস্তাবন্দি করতে একর প্রতি খরচ ঠিক করে দেয় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। কিন্তু, জেলার বিভিন্ন উপজেলায় প্রতি বিঘায় খরচ নিচ্ছে পাঁচ থেকে ছ’হাজার টাকা। যা একর প্রতি দাঁড়ায় ১০ থেকে ১২ হাজার টাকা।
স্থানীয় কৃষি বিভাগের অবহেলা ও মনিটরিং না থাকায় এই মহতি উদ্যোগ নষ্ট হচ্ছে হচ্ছে বলে মনে করেন, এই কৃষক নেতা।
জেলায় ৪৪টি কম্বাইন্ড হারভেষ্টর অর্ধেক ভর্তুকি দিয়ে প্রদান করা হয়েছে। এককালীন জমা নেয়া হয়েছে এক চতুর্থাংশ অর্থাৎ মাত্র চার লক্ষ টাকা।বাকি টাকা সুবিধামতো কিস্তিতে পরিশোধ করবে মেশিন মালিক। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, কৃষি বিভাগ। কৃষি বিভাগের উদ্যোগের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জেলার সচেতন মহল।