ধামরাই উপজেলার রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৭৯১ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাই উপজেলার রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগী স্থানীয়রা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের প্রতিবাদ করায় কাজ বন্ধ রেখেছে ওই প্রতিষ্ঠানটি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।
ধামরাই উপজেলার ফায়ারসার্ভিস অফিস হতে কুল্লা ইউপি অফিস পর্যনত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজটি করছে এইচএম টেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।অভিযোগ উঠেছে, সংস্কার কাজে নিম্নমানের নাম্বারবিহীন ইট ও সুরকি ব্যবহার করার। এলাকাবাসী নিম্নমানের কাজের প্রতিবাদ জানালে, অর্ধেক রাস্তায় খোয়া বিছিয়ে কাজ ফেলে চলে যায় ঠিকাদার। এতেকরে চরম দূর্ভোগে পরতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ হাজারো মানুষকে।
নিম্নমানের কাজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা।
রাস্তাটি সংস্কারে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।