ধুরং নদীতে ব্রিজের অভাবে ভোগান্তিতে খাগড়াছড়ি লক্ষিছড়ির পাঁচ গ্রামের কয়েক’শ পরিবার
- আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ধুরং নদীর উপর একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে আছেন খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলার পাঁচ গ্রামের কয়েক শ’ পরিবার। দ্রুত একটি ব্রিজ নির্মানের দাবি এলাকাবাসীর। এলজিইডি বলছে, খালের উপরে ১২০ মিটার লম্বা ব্রিজ করার পরিকল্পনা রয়েছে।
খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলা দুর্গম হলুদিয়া পাড়া, ডান্ডিপাড়া, বড়পাড়া, সমুরপাড়া, লেলাং এলাকা। এখানে বাস করেন শতাধিকর পরিবার। কিন্ত ব্রিজ না থাকায় শহরের সাথে যোগাযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে। ধুরং নদীর উপর একটি ব্রিজ হলে এলাকার লোকজন উপজেলা বা জেলা সদরে খুব সহজে যাতায়াত করতে পারতো। এলাকার শিশুরা দন্ডিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেলেও এখানে নেই কোন মাধ্যমিক বা কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে নদীর এপারে এসে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে পড়তে হয় শিক্ষার্থীদের।
তবে সমস্যা নিরসনে ধুরং খালের উপরে ১২০ মিটার লম্বা ব্রিজ করার পরিকল্পনা কথা জানান এলজিইডির উপ সহকারী প্রকৌশলী।
ধুরং নদীর উপর দ্রুত ব্রিজ নির্মানের দাবি স্থানীয়দের।