ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “রেমাল”
- আপডেট সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “রেমাল”। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবার পর এটি এখন ঘূর্ণিঝড়ে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। কাল শনিবার ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিয়ে পরদিন রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে এবং আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি সকাল ছয়টায় পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে ছিল। নিম্নচাপের জন্য দেশের চার সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কেন্দ্রটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে ঘনীভূত হচ্ছে।