‘ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান’
- আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
কোটা সংস্কার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে অগ্নিসংযোগের শিকার মেট্রোরেল স্টেশনও ঘুরে দেখেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করা হয়েছে, তা মানা যায় না। যারা মেট্রোরেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করলো, তাদের বিচার জনগণকেই করতে হবে। রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীদের রুখে দিতে জনগণের প্রতিআহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে, গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় স্টেশনের সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান জিনিস। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএল।