ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের আজভস্টালের স্টিল কারখানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহরের আজভস্টালের স্টিল কারখানা। গোটা এলাকার নিয়ন্ত্রণ বর্তমানে রাশিয়ার হাতে। তবে পুতিন বাহিনীর জন্য সেখানে বড় বাধা এখন স্থল মাইন।
ইউক্রেনের সেনারা কারখানাটির দখল হারালেও আশপাশের সব সড়কে শতশত মাইন বা বিস্ফোরক পুঁতে রেখে গেছে। যা নিষ্ক্রিয় করতেই ঘাম ঝরছে রুশ সেনাদের। কিছুক্ষণ পরপরই ঘটছে বিস্ফোরণ। পুতিন বাহিনী বলছে, দখল নিশ্চিত হলেও কারখানার ভেতরে সব জায়গায় এখনও ঢুকতে পারেননি তারা। দিন-রাত চলছে মাইন অপসারণের কাজ। গেলো দুই দিনে শতাধিক মাইনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। খুব সাবধানের সাথে কাজ করতে হচ্ছে সৈন্যদের। গেলো শুক্রবার আত্মসমর্পণ করে কারখানাটিতে অবরুদ্ধ হয় ইউক্রেনের সেনারা। পরে তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এরপর থেকে গোটা মারিওপোলের নিয়ন্ত্রণ চলে যায় রাশিয়ার হাতে।