নওগাঁর কৃষি পণ্য বিপণন ভবন এখন ময়লার ভাগাড়
- আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
কৃষকদের সুবিধায় তৈরী করা হয় কৃষি পন্য বিপনন ভবন। তবে এই ভবন নির্মানের মাত্র কয়েক মাসের মাথায় পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্জ্যের পচা গন্ধে এখন আশপাশে টিকায় যেনো দায় স্থানীয়দের। ফলে ভবনটির সুফল পাচ্ছে না ব্যবসায়ীরা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কৃষি পন্য বিপনন ভবন। ২০২১-২২ অর্থ বছরে নির্মান করা হয় ভবনটি। যেখানে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে কাঁচা পণ্য ক্রয় – বিক্রয় করতে পারবেন স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা। কিন্তু নির্মানের মাত্র কয়েক মাসের মাথায় সেই ভবনটি তৈরী হয়েছে ময়লার ভাগাড়ে। ব্যবসায়ী নেতারা বলছেন, উপজেলা বাজার জুড়ে বর্জ্য অপসারনের কোন ব্যবস্থা নেই। তাই পরিচ্ছন্ন কর্মী আর আশপাশের কিছু পরিবার এখানেই ময়লা আবর্জনা ফেলেন। প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
উপজেলা প্রশাসন বলছে, খুব দ্রুতই ব্যবসায়ীদের সাথে বসে ময়লা অপসারণের কাজ শুরু হবে। প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছেন স্থানীয় সরকার বিভাগ।