নওগাঁর বিলগুলো ফসলের সবুজে ভরে গেছে
- আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফসলের সবুজে ভরে গেছে বর্ষা আর বন্যায় ডুবে থাকা নওগাঁর বিলগুলো। উর্বর মাটি, সেঁচ আর কীটনাশক কম লাগায় উৎপাদন খরচ হচ্ছে কম। পাশাপাশি অন্য এলাকার চেয়ে এসব জমিতে ফলনও হয় প্রায় দ্বিগুন। যদিও কিছু বিলে পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ধান গাছ তলিয়েছে পানির নিচে।
বিল গুলোতে এখন শুধু ধান-সবুজের সমারোহ। তাইতো জেগে ওঠা বিলের মাঠে-মাঠে ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষক। এমন চিত্র এখন নওগাঁর বিলগুলোতে।পানি নেমে যাওয়ায় ধানের আবাদ চলছে জোরে সরে। কৃষক বলছেন, বিল জমির মাটি হয় খুবই উর্বর। তাই সার কিটনাশক অনেক কম লাগে। আবার শুষ্ক বরেন্দ্র অঞ্চলের চেয়ে এসব জমিতে ফলনও হয় প্রায় দ্বিগুন। সব মিলিয়ে বছরের এই এক ফসলেই বছরের রসদ খোঁজান বিল পাড়ের মানুষ।
তবে কিছু এলাকায় কৃষকের কষ্টের খবর রয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে ‘মুনসুর’ বিলে কয়েক হাজার বিঘা জমির ফসল এখন পানির নিচে। পানি নিষ্কাশন ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এমন অবস্থা বলছেন কৃষক।
কৃষকদের দাবী ধান গাছ গুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। নতুন করে রোপনের সময় নেই। তবে কৃষি বিভাগ বলছে খুব দ্রুতই পানি নিষ্কাশন না করা গেলে নতুন করে রোপন করতে হবে ধানগাছ।
জেলায় ৭টি বিলের প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে এবার বিভিন্ন জাতের ধান-ফসল চাষ হয়েছে।