নওগাঁর নিয়ামতপুরে ছ’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর থেকে ছ’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে রেব।
রোববার রাতে আড্ডা বাজার এলাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হৃদয় ও হামিদপাড়ার শিশিরকে আটক করা হয়। সোমবার দুপুরে রাজশাহীতে রেব-৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, হৃদয় ও শিশির চাঁপাই নবাবগঞ্জের রহনপুর থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি কেনে। পরে, বগুড়া যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আড্ডা বাজার থেকে তাদের আটক করা হয়।