নওগাঁর সাপাহারে জবই বিলে হয়ে গেলো নৌকাবাইচ
- আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে জবই বিলে হয়ে গেলো নৌকাবাইচ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে বিল পাড়ে জড়ো হয় লাখো মানুষ। প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক জেলার ৩০টি দল। নৌকাবাইচ দেখে মুগ্ধ দর্শনার্থী।
বাইচের নৌকায় বৈঠার টান। গানের তালে শক্তি প্রদর্শন। বিলের নীল জলে নৌকা ভাসিয়ে সামনে এগিয়ে চলার এই প্রতিযোগিতা।ঐতিহ্যবাহী এই খেলায় অংশ নেয় নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের প্রতিযোগীরা। জবই বিলে বাইচ দেখতে ভীর করেন লাখো দর্শক। মনমুগ্ধ হয়ে উঠে শরতের বিকেল।
জবই বিলে নৌকা বাইচের প্রথম আয়োজন। তাই বরেন্দ্র অঞ্চলের মানুষের কাছে ছিলো আকর্ষনীয়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা।
জবই বিল ভারত-বাংলাদেশের অভিন্য ও মাছ উৎপাদনে দেশের দ্বীতিয় বৃহত্তম জলাশয়। ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা।
প্রতিযোগিতায় অংশ নেন ৩০ টি দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।