নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক সদর হাসপাতালে ভর্তি

- আপডেট সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। আক্রান্ত যুবক নওগাঁর নিযামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে গত ২৭ ফেব্রুয়ারী সিঙ্গাপুর থেকে দেশে এসেছে বলে জানা গেছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুনীর আলী আকন্দ জানান, করোনা ভাইরাস সন্দেহে মেহেদী হাসানকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেদী হাসান নামের ওই যুবক সিঙ্গাপুরে একটি বিশ^বিদ্যালয়ে লেখা পড়া করে। গত ২৭ ফেব্রুয়ারী সে দেশে ফিরে আসে। গ্রামে আসার পর গত দুইদিন ধরে জ¦র দেখা দেয়। স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে সে চিকিৎসা করানোর পর জ¦র উপশম না হওয়ায় ওই পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এই প্রথম নওগাঁয় করোনা ভাইরাস সন্দেহে এক যুবক আক্রান্ত হওয়ার কারনে তাকে বিশেষ ভাবে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এছাড়াও বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।