নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্ঠির মানুষের নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্ঠির মানুষের নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর শারদীয় দুর্গা উৎসবের পর একাদশিতে এই উৎসব আয়োজন করা হয়। যেখানে নওগাঁ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার আদিবাসী নৃত্য শিল্পিরা অংশ নেয়। সব মিলিয়ে পুরো আয়োজন হয়ে উঠে সব ধর্মের মানুষের মিলনমেলা।
নারীদের পায়ে আলতার আলপনা, আর বাহারি রঙের পোশাকে চলছে নাচ আর গান। নারীদের নাচের রসদ জোগাতে মাদল, জুরি আর ঢোল বাজিয়ে তাল দিচ্ছে পুরুষরা। এভাবেই ক্ষুদ্র জাতিগোষ্ঠিদর মানুষ নিজেদের সংস্কৃতি তুলে ধরে পরিবেশন করছেন নাচগান।
নওগাঁর নিয়ামতপুরের শিবপুরে একাদশী উৎসব। প্রতিবছর দুর্গাপূজার পর এই উৎসবে মেতে উঠেন এই অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠির মানুষ।
বেকবলমাত্র নওগাঁ জেলার নয়। পার্শ্ববর্তী জয়পুরহাট, রাজশাহী নাটরসহ আশপাশের জেলার নৃত্য দলও আসে এই আয়োজনে অংশ নিতে। গ্রামের পাশাপাশি জেলা শহর থেকে আদিবাসী, হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ আসেন এই আযোজন দেখতে। এতে করে মজবুত হয় সম্পৃতির বন্ধন, বলছেন আয়োজন দেখতে আসা মানুষ।
প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি সাধন চন্দ্র মজুমদার। আগামী বছরগুলোতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনার কথা জানালেন তিনি।
প্রতিযোগিতায় এবছর ৩৪টি দল তাদের নৃত্য পরিবেশ করেন। বিজয়ীদের হাতে উপহার তুলে বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।