নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সকালে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে সাপাহারে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর আহত হয় অনিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক্টরের চালককে আটক করেছে। নিহত অনিল রবিদাস উপজেলার গোবিন্দবাটি মাদ্রাসাপাড়া গ্রামের বাসিন্দা।