নওগাঁ, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও কুষ্টিয়ায় নিহত আরো ৬
- আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নওগাঁ, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও কুষ্টিয়ায় ৬ জন নিহত হয়েছে।
নওগাঁর মান্দায় ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। দুপুরে মোটর সাইকেল আরোহী দু’জন রাজশাহীর মান্দার সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে ভটভটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন পিনাকী সরকার ও শরিফুল ইসলাম।
চুয়াডাঙ্গার জয়রামপুরের কাঁঠালতলায় স্থানীয় যান- আলমসাধু ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। ঘটনাস্থলেই নিহত হন চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও মানিক। পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তা পারাপারের সময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাতনামা এক কৃষক নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তাঁর।
কুষ্টিয়ার মিরপুরে রেল লাইনে খেলা করার সময় আয়েশা নামের দেড় বছরের এক শিশু ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।