নওগাঁ- ৬ আত্রাই-রানীনগর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নওগাঁ- ৬ আত্রাই-রানীনগর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা শুরু হয়। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ভোট দিয়েছেন রাণীনগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। ভোটাধিকার প্রয়োগ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ভোট দিয়েছেন আত্রাইয়ের আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। পরে তিনি সাংবাদিকদের নানা অভিযোগের কথা তুলে ধরেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে রাণীনগর উপজেলা ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগা-৬ আসন শূন্য হয়। করোনার সময়ে আয়োজিত নির্বাচনে অনেকেই মাস্ক না পড়ে ভোট কেন্দ্র এসেছেন বলে জানা গেছে।