নগরপরিবহনে নতুন তিনটি রুটের মধ্যে দু’টিতে ১৩ অক্টোবর বাস চলাচল শুরু
- আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নগরপরিবহনে নতুন তিনটি রুটের মধ্যে দু’টিতে ১৩ অক্টোবর বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নতুন বাস দিয়ে এ পথের যাত্রা শুরু হবে বলে জানান তিনি।
তাপস জানান, শর্ত ভঙ্গের দায়ে একটি পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে। আর, অবকাঠামো নির্মানকাজ সম্পূর্ন না হওয়ায় ২৩ নং রুটে বাস চলাচল বিলম্ব হচ্ছে। তবে নগরপরিবহন সেবা বাস্তবায়নকে চ্যালেঞ্জ বলে মনে করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীবাসীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নগরভবনের বুড়িগঙ্গা হলে ২৪তম বৈঠকে বসে সিটি কর্পোরেশনের বাস রুট রেশনালাইজেশন কমিটি।
পরে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র।
২৩ নম্বর রুটে বাস চলাচলের জন্য প্রস্তত না হলেও ১৩ অক্টোবরে ২২ ও ২৬ নম্বর রুটে নতুন বাস যাত্রা শুরুর কথা জানান দক্ষিণ সিটির মেয়র ।আর বিষয়টি বাস্তাবায়ন করা খুব কঠিন বলে মনে করেন উত্তরের মেয়র।
শর্ত ভঙ্গের দায়ে জাহান এন্টার প্রাইজের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানান মেয়র তাপস। অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে আগামী ২৫ থেকে ২৯ তারিখে যৌথভাবে অভিযান চালানোর কথা জানান তিনি। আর পরিবহন সেবার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার কথা জানান মেয়ররা।
২০২১ সালে ২১ নম্বর রুটে চলা সবুজ গুচ্ছ রুটে আগস্ট পর্যন্ত ২৪ লাখ যাত্রীকে পরিবহন সুবিধা দিয়ে ৩ কোটি ৩০ লাখ টাকা আয়ের কথা জানান মেয়র আতিক।