নগরায়নের ফলে দিন দিন কমছে সিলেটে খেলার মাঠের সংখ্যা
- আপডেট সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
একসময় সিলেটের পাড়া-মহল্লায় ছোট বড় অসংখ্য খেলার মাঠ থাকলেও নগরায়নের ফলে দিন দিন কমছে মাঠের সংখ্যা। শিক্ষা প্রতিষ্ঠানে উন্মুক্ত ২/৩ টি মাঠ থাকলেও বছরের বেশীরভাগ সময়ই মেলা, ধর্মীয় এবং রাজনৈতিক নানা আয়োজনের কারনে অনুশীলনের সুযোগ পান না খেলোয়াড়রা। তবে সংকট নিরসনে সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহন করেছে। সফল হলে সিলেটের ক্রীড়া উন্নয়নে তৈরি হবে নতুন খেলোয়াড়।
এক সময় সিলেটের পাড়া মহল্লা ছাড়াও শহরের ভেতরেই ছিলো প্রাতিষ্ঠানিক অনেক খেলার মাঠ। কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম যেন ধীরে ধীরে ভুলতে বসেছে মাঠের নাম। বড় খেলার আয়োজন বা অনুশীলন নেই চোখে পড়ার মত, অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত মাঠের অভাব।
সদর উপজেলা খেলার মাঠে বিভিন্ন সময় মেলার আয়োজন, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ধর্মীয়-রাজনৈতিক অনুষ্ঠান এর কারণে স্থানীয় খেলোয়াড়দের পড়তে হয় বিপাকে।
পেশাদার-অপেশাদার খেলোয়াড়দের অনুশীলন ও খেলাধুলার এমন নানা সংকট নিরসনে নতুন খেলার মাঠ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে
সিলেট সিটি করপোরেশন।
ক্রীড়া সংস্লিস্টদের বহুল প্রত্যাশিত নতুন নতুন খেলার মাঠ হলে সিলেটের খেলার মান যেমন উন্নত হবে, তেমনি বেরিয়ে আসবে ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন মাধ্যমে অনেক নতুন খেলোয়াড়।