নগরীর রাস্তায় মানুষ ও যানবাহন বাড়লেও চেকপোষ্টগুলো চলছে ঢিলেঢালাভাবে
- আপডেট সময় : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে নগরীর রাস্তায় মানুষ ও যানবাহন বাড়লেও চেকপোষ্টগুলো চলছে ঢিলেঢালাভাবে। পুলিশের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায়, তেমন সক্রিয় নয় তারাও। সংক্রমণ এড়াতে দুরপাল্লায় গণপরিবহন বন্ধ থাকায়, টার্নিমালে নেই ঘরমুখো যাত্রীদের পদচারণা। আর গাড়ি বন্ধ বলে দুর্ভোগে দিন কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
রাজধানীর রাজপথে মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়লেও চেকপোষ্ট চলছে ঢিলেঢালাভাবে। নেই কোন নজরদারি, নেই কোন তৎপরতা।
গোলাপবাগ পুলিশ পোষ্টে দায়িত্বে থাকা অফিসারকে খোঁজ নিলে সড়কে সক্রিয় হন তারা।
আর তাৎক্ষনিক তল্লাশীতে ধরা পড়ে এক মোটর সাইকেলের তিন আরোহী। আইনভঙ্গ করেই সড়কে ছুটেছেন তারা।
করোনা ঝুঁকি ও আইন অমাণ্যের বিষয়ে জানতে চাইলে, নানা বাহানা তুলে ধরেন তারা।
রামপুরা পুলিশ চেক পোষ্টের এই দশা। পুলিশ থাকলেও সড়কে নেই তেমন তৎপরতা। করোনা ভীতির কথা স্বীকার করতে চান না তারা।
ঈদ ঘনিয়ে আসছে। সায়েদাবাদ যাত্রাবাড়ি এলাকায় দুরপাল্লার পরিবহন বন্ধ থাকায় নেই যাত্রীদের তেমন উপস্থিতি। নাড়ির টানে ঘরে ফিরতে কেউ কেউ প্রতিবন্ধকতা মানতে নারাজ।
গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা জানান দুর্ভোগের কথা।