নগর জুড়ে উন্নয়ন কাজে রাস্তা খুড়াখুড়ি আর ড্রেন প্রশস্তকরণ কাজে জনদূর্ভোগ চরমে উঠেছে
- আপডেট সময় : ১০:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নগর জুড়ে উন্নয়ন কাজে রাস্তা খুড়াখুড়ি আর ড্রেন প্রশস্তকরণ কাজে জনদূর্ভোগ চরমে উঠেছে। প্রায় ১০ মাস থেকে নগরীর প্রায় সবকটি রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের কাজ একসাথে চলায় যানজটে নাকাল নগরবাসি। তবে সিটি কর্পোরেশন বলছে, সময় মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রকল্পের কাজ দেরিতে শুরু হয়েছে, ফলে তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ আরো ১ বছর বাড়ানো হবে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩ বছর মেয়াদি অবকাঠামো নির্মাণ প্রকল্পে ১৫০ কিলোমিটার রাস্তা, ১৬৫ কিলোমিটার ড্রেন, ২০ কিলোমিটার ফূটপাত ও ১০ কিলোমিটার রাস্তায় রোড ডিভাইডারের কাজ চলছে। ২০১৭ থেকে ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রথম দুই অর্থবছরে প্রকল্পের কাজ বন্ধ ছিল । তবে, চলতি বছরে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় একযোগে কাজ শুরু হয়েছে। এতে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট, জনদুর্ভোগে পড়েছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশনের মাস্টার প্লান অনুযায়ী নগরীর বড় রাস্তাগুলো ৮০ ফুট প্রশস্ত হওয়ার নিদের্শনা থাকলেও আইনি জটিলতা আর দীর্ঘসূত্রিতার কারণে সে অনুযায়ী প্রশস্ত হচ্ছে না।
নগর জুড়ে এক সাথে সব সড়ক, ড্রেন ও সড়ক ডিভাইডারের কাজ চলায় নগরবাসির চলাচলে সাময়িক দুর্ভোগ হচ্ছে স্বীকার করে সিসিক মেয়র উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চান। তবে, এই প্রকল্পের কাজ শেষ হতে আরো এক বছর সময় বাড়ানোর আবেদন জানিয়েছে সিলেট নগরভবন।