নজরুলের চেতনায় অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িকতা– দেশকে পেছনে ফেলার অন্তরায়। তাই নজরুলের চেতনায় সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। আর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নজরুল যেভাবে ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আজও তা অনুপ্রেরণা হয়ে আছে। উন্নত দেশ গড়তে কবির সাম্যবাদ অনুকরণীয় বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। এখনও দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নজরুল মাথার মুকুট হয়ে আছেন। ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
কবির সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে কাজ করছে সরকার।
বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে তিনি বলেন, যে কোন আন্দোলনে নজরুল সংগ্রামী মানুষের প্রেরণা।
নজরুলের লেখনি সব মানুষকে আজও গেঁথে রেখেছে একই সুতোয়। সব ছাপিয়ে নজরুল গেয়েছেন সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। তাইতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সব শ্রেণি-পেশার মানুষের।
কবির সৃষ্টিকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার দাবি পরিবারের সদস্যদের।
শুধু শিল্প-সাহিত্যে নয়, জাতীয় কবির বিচরণ বাঙালির জীবনের বাঁকে বাঁকে। আজও তাই চির অম্লান শ্রদ্ধা, ভালোবাসায় ও অনুপ্রেরণায়।