নজরুল ইসলাম বাঙালির আত্মপ্রকাশে দুর্দান্ত প্রেরণা ছিলেন
- আপডেট সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নজরুল চর্চায় তরুণ সমাজকে এগিয়ে আসার পাশাপাশি কবির রচনাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে, সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে, কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে– এই দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে সাধারণ মানুষের। নজরুল ইসলাম বাঙালির আত্মপ্রকাশে দুর্দান্ত প্রেরণা ছিলেন বলে জানান তার নাতনি খিলখিল কাজী। বলেন, নজরুলের লেখনি সবসময় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছে।
কবি নজরুল। যার বজ্রকেন্ঠ বার বার উচ্ছরিত হয়েছিল, সমাজের শোষিত মানুষের মুক্তির গান ও কবিতা। যিনি দারিদ্রতার বেড়াজালে থেকেও গেয়েছেন সাম্যের গান, বলেছেন মানবতা ও অসমাম্প্রদায়িকতার কথা।
তাইতো আজও কোটি বাঙ্গালী তার এই প্রয়াণ দিবসে তাকে স্মরণ করতে ভুলেনি। ভোরের আলো ফোটার সাথে সাথে দীপ্ত পায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ।
এসময় কবির নাতনি খিলখিল কাজী বলেছেন, তার যে কাজগুলো রয়েছে, সেগুলো সারাবিশ্বের পৌঁছে দিতে হবে। এটি রাষ্ট্রীয় দ্বায়িত্ব এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, নজরুলের কবিতা ও গান দেশের দুঃসময়ে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়েছে।
এইদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কবির বিদ্রোহী কবিতা স্বাধীনতা যুদ্ধেও যেমন মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে, তেমনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সাহস ও উৎসাহ যুগিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের সঙ্কটের যুগে কাজী নজরুলের লেখনি মানুষকে জাগিয়ে তোলে।
নজরুলের জাগরণী লেখনি দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম কে শানিত করবে বলে আশা বিএনপির।