নতুনভাবে পথ চলা শুরু করতে বুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের গণশপথ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬০৪ বার পড়া হয়েছে
নতুনভাবে পথ চলা শুরু করতে গণশপথ নিচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে থাকলে এর মধ্য দিয়ে তা নিরসন হবে বলে জানায় শিক্ষার্থীরা। তবে আবরারের খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলেও ঘোষণা দিয়েছে তারা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শুরু হওয়া আন্দোলন আজ থেকে স্থগিতের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তবে এখনই তারা ক্লাসে ফিরছেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে।