নতুন অর্থবছরে ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে জাতীয় সংসদ
- আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আসন্ন নতুন অর্থবছরে ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে জাতীয় সংসদ । যা বর্তমান অর্থবছরের সম্পূরক বাজেটের চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ বেশি। সোমবার সংসদ কমিশনের ৩০তম সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে কমিশনের সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন।
এছাড়া সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে। ২০২০-২০২১ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ৩৩৪ কোটি ৫১ লাখ টাকা পরিচালন খাতে এবং ৮৩ লাখ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ দেয়া হয়েছে । নতুন অর্থবছরে বর্ধিত বরাদ্দের পুরোটাই পরিচালন খাতের। উন্নয়ন খাতের বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের মত আগামী অর্থবছরের জন্য ৮৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।