নতুন করে বাংলাদেশকে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে
- আপডেট সময় : ০৮:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উপকূলীয় এলাকায় বহুতল এপার্টমেন্ট, কনক্রিটের বাঁধ এবং তাল গাছ রোপনে নতুন করে বাংলাদেশকে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। ঘূর্ণিঝড় গোর্কির আঘাত স্মরণে আয়োজিত গোলটেবিল আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এ তথ্য জানান।
বাংলাদেশের উপকূলে বেশিরভাগ ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে নভেম্বরেই। এর মধ্যে ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড় গোর্কি, ২০০৭ সালের ১৫ই নভেম্বর সিডর এবং চলতি বছর ৯ নভেম্বর বুলবুল ছিল তুলনামূলক শক্তিশালী।
স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে, ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয় শক্তিশালী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে। সে দিনটিকে স্মরণে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় গোলটেবিল আলোচনার। এতে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন বিশেষজ্ঞরা।
দক্ষতা অর্জন করায় ক্ষতির মাত্রা আগের তুলনায় কমেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বাংলাদেশকে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে তৈরির কথাও জানান তিনি।
দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগে সারাদেশে এক কোটি তালগাছ লাগানো হবে বলেও জানান ডা. এনামুর রহমান।