নতুন করে সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নতুন করে আবার সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। পরে রাশিয়ার মধ্যস্থতায় মঙ্গলবার থেকে সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
কারাকিলিস সীমান্তে নিহত হয়েছে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা। কয়েকজনকে বন্দিও করা হয়েছে। সীমান্তে শান্তি ফেরাতে এরই মধ্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কালবাজার ও লাচিন সীমান্তে প্রথমে উসকানিমূলক হামলা চালায় আর্মেনীয় বাহিনী। গত বছর বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। সেই লড়াইয়ে ছয় হাজার মানুষ প্রাণ হারান।