নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে দাম কমছে
- আপডেট সময় : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সারাদেশে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা থাকলেও মানিকগঞ্জের সিংগাইরে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে দাম কমছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে। কৃষকরা আগেভাগে পেয়াজ তুলে বিক্রি করে ভালো দাম পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। নতুন পেয়াঁজ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন বাজারে যাচ্ছে। পাতাসহ অপরিপক্ক পেঁয়াজের গুনগত মান ভাল বলে দাবি কৃষি বিভাগের।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিভিন্ন গ্রামে আগাম পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। পাতাসহ প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এতে দাম কমতে শুরু করেছে।
চড়া বাজারদরের কারণে এবার আগেভাগেই চাষীরা তুলতে শুরু করেছেন পাতাসহ পেঁয়াজ। ভোর থেকে ব্যস্ত সময় পার করছেন তারা।
সিংগাইর উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ১৫০ হেক্টরের মধ্যে ইতিমধ্যে ৭০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করে স্থানীয় চাষীরা আগাম বিক্রির সুযোগে ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ করছেন।
সিংগাইরের আগাম পেঁয়াজ অপিরপক্ক হলেও, গুনগত মান ভাল বলে জানিয়েছে কৃষি বিভাগ।
আগাম নতুন পেঁয়াজ স্থানীয় বাজারগুলোতে আসায় দাম কমেছে। এতে স্বস্তি ফিরেছে জনমনে।