নতুন বই উৎসবে মেতে উঠেছে সারা দেশ

- আপডেট সময় : ০২:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নতুন বই উৎসবে মেতে উঠেছে সারা দেশ। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই।
সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে পাঠ্যপ্রস্তক উৎসবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
বরিশালেও বছরের প্রথমদিনে নতুন শিক্ষাথীদের হাতে তুলে দেয়া হয়েছে পাঠ্যপুস্তক। দুপুর সাড়ে ১২টায় সরকারি নবআর্দশ বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুলে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই তুলে দেন বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী।
গাজীপুরে উৎসব মুখর পরিবেশে চলে বই বিতরণ উৎসব। গাজীপুরের ৫ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩ হাজার ৫৮৬টি বিদ্যালয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৫৫ জন শিক্ষার্থীদের মঝে ২৭ লাখ ৩৮ হাজার ৯৫৮টি নতুন বই বিতরণ করা হয়। মাধ্যমিক স্তরে ৯৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ২৯ হাজার ৮০১ জন শিক্ষার্থীদের মাঝে ৭৯ লাখ ৬১ হাজার ১৪৬ টি নতুন বই বিতরণ করা হয়।
দিনাজপুরেও উদযাপন করা হচ্ছে বই উৎসব। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষাথীরাও। সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে এই বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে নতুন বই। সকালে ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ বছর জেলার ৬ উপজেলায় ৪ লাখ ৫৬ হাজার ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৮ লাখ ৮৫ হাজার ৪৩৪টি বই বিতরণ করা হবে।
মাগুরায় নানা আনুষ্ঠানিকতায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করা হয়েছে। সকালে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম।