নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে
- আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে। সারাদেশের স্কুলে স্কুলে চলছে বই বিতরণ কর্মসূচি। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এবার পাঠ্যপুস্তক উৎসব নেই।
৩ কোটি বইয়ের ঘাটতি নিয়ে ১৩ দিনব্যাপী চলবে এই কার্যক্রম। সেই হিসাবে ১৩ জানুয়ারি নবম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শেষ হবে বই বিতরণ। ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে
গাজীপুরের ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩ হাজার ৫২১টি বিদ্যালয়ে ৫ লাখ ২২ হাজার ৭১ জন শিক্ষার্থীদের মঝে ২৪ লাখ ৭৫ হাজার নতুন বই বিতরণ করা হয়। বরগুনায় বছরের প্রথম দিনে বই বিতরণ করা হয়। চাঁদপুরের সকল বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে পৃথক পৃথক শ্রেণিতে বিভক্ত করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। শিশুরা নতুন বই পেলেও আরও অন্তত ৩ মাস পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।