নতুন সাইবার আইন করেছে পাকিস্তান সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নতুন সাইবার আইন করেছে পাকিস্তান সরকার। এ আইনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির সামরিক, বিচার বিভাগ বা সরকারি কর্মকর্তারা যদি ভুয়া খবর পোস্ট করে তাহলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে সমালোচকরা বলছেন, আইনটি পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার সর্বশেষ উদাহরণ। ইতোমধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় স্থান পেয়েছে। নতুন আইনটি প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় অনুমোদনের পর তা দ্রুত অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্টের অনুমোদনের তিন মাসের মধ্যে আইনটি সংসদে উপস্থাপন করতে হবে। অন্যদিকে, আইনটি অগণতান্ত্রিক অভিহিত করে পাকিস্তানের মানবাধিকার কমিশন বলেছে, এটি সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিন্নমত ও সমালোচকদের দমন করতে ব্যবহার করা হবে।