নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা ২০২০ সালের জুন পর্যন্ত শিথিল থাকবে
- আপডেট সময় : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের দাবির প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা ২০২০ সালের জুন পর্যন্ত শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের নেতৃত্বে ফেডারেশন নেতাদের সাথে রাতে এক বৈঠকশেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
বৈঠকশেষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে দাবি মেনে নেয়ায় ২০২০ সালের জুন পর্যন্ত তারা কোন ধরনের আন্দোলন যাবেন না। ২০২০ সালের জুনের পর অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। আপাতত সব আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে। বৈঠকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি– বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।