নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগ নিয়ে বাড়াবাড়ি হবে না
- আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগ নিয়ে বাড়াবাড়ি হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে সড়ক পরিস্থিতি নিয়ে নতুন করে অস্থিরতার সম্ভাবনা নেই। সকালে ধানমন্ডি কার্যালয়ে দলের সাংস্কৃতিক উপ কমিটির সভায় এসব জানান তিনি। কাদের অভিযোগ করেন, গুজবের ডালপালা ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বিএনপি।
আওয়ামী লীগের আসছে কেন্দ্রিয় কাউন্সিল উপলক্ষে সাংস্কৃতিক উপ কমিটির সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, এবার কাউন্সিল খুব একটা জাকজমক করা হবে না। বরং ২০২০ সালে মুজিব বর্ষে বর্ণিল আয়োজন করবে আওয়ামী লীগ।
নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ওবায়দুল কাদের বলেন, কাউকে শাস্তি দেয়া নয় বরং সড়কে শৃংখলা ফেরানোই সরকারের উদ্দেশ্য।
সাম্প্রতিক বিভিন্ন গুজবের পেছনে বিএনপির ইন্ধনকে দায়ি করে তিনি দাবি করেন, হতাশায় ডুবে থাকা নেতাদের চাঙ্গা রাখতে মিথ্যাচার করছে দলটির নেতারা।
নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের।