নথুল্লাবাদে বাস চালককে মারধরের অভিযোগে শ্রমিকদের ভাঙচুর
- আপডেট সময় : ০৭:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৬২৩ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বরিশাল নথুল্লাবাদ বাস চালককে মারধর ও খুঁজে না পাওয়ায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। এ সময় হামলাকারী বাস মালিক গ্রুপের এক নেতার অনুসারীর বিচার দাবি এবং নিখোঁজ চালকের সন্ধান চান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুরে মাদারীপুর থেকে সৌখিন পরিবহনের একটি বাস নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে প্রবেশ করে। এ সময় বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের এক অনুসারীর মোটরসাইকেল সামনে থাকলে হর্ণ বাজান চালক। এতে ক্ষুব্ধ হয়ে বাস চালক সোহাগ ও সহকারী সৌরভকে মারধর করে বাবাইর গ্রুপ। পরে শ্রমিকরা সোহাগকে নিয়ে শের ই বাংলা হাসপাতালে যাওয়ার সময় নগরীর চৌমাথায় তাদের উপর আবারও হামলা চালিয়ে সোহাগকে অপহরণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনা জানাজানি হলে অন্য শ্রমিকরা নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বাঁশ ফেলে অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। শ্রমিকরা হামলার বিচার এবং চালক সোহাগকে হস্তান্তরের দাবিতে বাসস্ট্যান্ডের কাউন্টারের সামনে ভাংচুর চালায়।