মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী নদীতীরে ভাসমান পাটের হাট
- আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী দিঘীরপাড়ে নদীতীরে জমে উঠেছে ভাসমান পাটের হাট। নদীর ধারে সারি সারি রাখা ট্রলার ও নৌকায়ই চলছে বেচাকেনা। প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার ভোর থেকে বসে ভাসমান এ পাটের বাজার। প্রতিমণ পাট আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করতে পেরে খুশী কৃষক।
মুন্সীগঞ্জে ভাসমান পাটের হাট থেকে পাইকাররা পাট ক্রয় করে নিয়ে যাচ্ছে নারায়নগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়। বর্তমানে পাটের দামও রয়েছে সন্তোষজনক। তবে গত বছরের তুলনায় উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এ বছর লাভের অংশ অনেকটাই কম হবে বলে দাবী কৃষকদের।
ট্রলার ও নৌকায় করে কৃষকরা দিঘীরপাড়ের নিয়ে আসছে হাজার হাজার মণ পাট। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম ও মুখরিত ভাসমান এ পাটের বাজার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জানায়, বর্তমানে ২৫শ’ থেকে ৩ হাজার টাকা দরে পাটের মণ বিক্রি হচ্ছে। এ দাম অব্যাহত থাকলে কৃষকরা লাভ করতে পারবেন।
জেলায় এ বছর ২ হাজার ৯’শ ৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।