নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকার ক্ষতিপূরণ দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকার ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মোহাম্মদ এনামুর রহমান।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরিষাবাড়ি বাজারে তিস্তার আকস্মিক বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।এসময় ক্ষতিগ্রস্থ ৪টি জেলায় ৫০ মেট্রিক টন চাল, ৫ লাখ করে টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবারসহ শিশু ও পশু খাদ্য দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক জেলায় ১শ বান্ডেল করে টিন দেয়া হবে।