নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক এলাকার আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। পানিবন্দী হয়ে পড়া মানুষের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় আরো ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষা বাধে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যাকবলিত এলাকা গুলোতে এখনো সরকারি-বেসরকারী উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু না হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ফরিদপুরে পদ্মার পানি কমলেও কমেনি মানুষের দূর্ভোগ।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। গত এক সপ্তাহ ধরে আড়িয়াল খাঁ নদে উত্তর পাঁচখোলা এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে গেছে।