বাঙালীর চির ঐতিহ্যের হালখাতা প্রস্তুত করছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নববর্ষের অনন্য উপসর্গ হালখাতা। আগের সেই জৌলুস না থাকলেও বাঙালীর চির ঐতিহ্যের হালখাতার প্রচলন এখনও রয়েছে পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে। বাঙালী রীতি ও পঞ্জিকা অনুযায়ী হালখাতা করেন তারা। সনাতন ধর্মীয় অনুশাসন মেনে আনন্দ উৎসবে মেতে উঠেন একসাথে।
করোনা মহামারি আর আধুনিকাতার ছোঁয়া বাঙালীর ঐতিহ্যের হালখাতায় ভাটা পড়েছে। তবুও বৈশাখ এলেই এর কিছুটা আভাস পাওয়া যায় পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে। পুরনো হিসাবের খাতা বন্ধ ও নতুন হিসাবের খাতা খোলার আনন্দ-আয়োজন, সঙ্গে আপ্যায়ন ও আনুষ্ঠানিকতার নামই হালখাতা।
আগে নববর্ষের দিনে জাঁকজমকপূর্ণ হালখাতার আয়োজন করলেও এখন নেই সেই জৌলুস।
সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা নিজস্ব রীতি মেনেই হালখাতা উৎসব করছেন।
পঞ্জিকা অনুযায়ী হালখাতা করেন পুরান ঢাকার ব্যবসায়ীরা; তবে একদিনের স্থলে দুই বা তিন দিন।
বাঙালীর ঐতিহ্যের হালখাতা ধরে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা।