নববর্ষ ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলার আশঙ্কা নেই : র্যাবের ডিজি
- আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ ঘিরে নাশকতা মোকাবেলায় সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। তিনি বলেন, কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। আর রমজান মাস হওয়ায় বিকাল চারটার মধ্যেই রমনা বটমূল ছাড়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, জঙ্গি হামলার হুমকি না থাকলেও, সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তারা এসব কথা বলেন।
২০০১ সালে বাংলা বর্ষবরণে রমনা বটমূলে বোমা হামলার ঘটনার পর থেকে, বিশেষ দিনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ব প্রস্তুতি অংশ হিসেবেই এই মহড়া।
বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ আগমণে চলছে জেড়সোড় প্রস্তুতি। রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। অপেক্ষা কেবলই নতুন বর্ষবরণের।
পহেলা বৈশাখের আয়োজনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রমনা বটমূলে চলে সিটিটিসির মহড়াও। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি দেখে নেয় আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা চিরকুট পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এ নিয়ে শাহবাগ থানায় জিডি করেছে আয়োজক কমিটি।
রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন করেন, র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি যুবতি বা তরুনীরা যাতে হেনস্তার শিকার না হয়, সেজন্য মোবাইল কোর্ট থাকবে বলে জানান তিনি।
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারাও। ডিএমপি কমিশনার বলেন, উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না। সকাল ৬ টা শুরু হলেও রমজান মাস হওয়ায় বিকাল চারটার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে সর্বসাধারণকে।
রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেক পোস্ট, আর্চওয়ের পাশাপাশি ২৭শ পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়ার্ডের পাশাপাশি সেসব স্থানে সুইপিং করা হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী।