নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে ইজিবাইক-ট্রাক্টর সংঘর্ষে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুর-বগুড়া মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে ইজিবাইক-ট্রাক্টর সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। তাদের দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে চড়ারহাট পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার নয়াপাড়া আন্দোল গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আনজুয়ারা বেগম ও মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ। পুলিশ জানায়, ৫ জন যাত্রী নিয়ে দলারগাহ এলাকার চড়াহাট পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।