নভেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ না করলে চূড়ান্ত অভিযান চালাবে দক্ষিণ সিটি কর্পোরেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নভেম্বরের মধ্যে ঢাকা মহানগরীর ঝুলন্ত তার অপসারণ না করলে এরপর চূড়ান্ত অভিযান চালাবে দক্ষিণ সিটি কর্পোরেশন। জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
নগর ভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- আইএসপিএবি ও ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব নেতাদের বৈঠকশেষে মেয়র তাপস একথা জানান। তিনি বলেন, আপাততঃ সিটি কর্পোরেশন নয়, নভেম্বরের মধ্যে ঝুলন্ত তার সরাবে ইন্টারনেট প্রোভাইডার ও ক্যাবল অপারেটররা। তারাই নিজ খরচে নভেম্বরের মধ্যে মাটির নিচ দিয়ে টানা তারে সংযোগ নেবেন। বৈঠকে দুই সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে আইএসপিএবি এবং কোয়াব আজ থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ইন্টারনেট এবং ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি দিলেও গতরাতে তা স্থগিত করে।