নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়া হবে
- আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে নেয়া হলেও পঞ্চম শ্রেণির ক্লাস ছয়দিনই হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্ততি নিচ্ছে মন্ত্রণালয়। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা কার্যক্রম নিয়মিত চালিয়ে নেয়া সম্ভব হলে ডিসেম্বরে সব ক্লাসের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। তার সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট নিয়মিত করানো হবে।