নভেম্বরে শুরু হতে যাচ্ছে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প
- আপডেট সময় : ০৮:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প। এবার ফাঁদের পরিবর্তে আধুনিক বাক্সের মাধ্যমে বাঘ ধরা হবে। ইতোমধ্যে বাঘ ধরার পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।
পৃথিবীতে বাঘ রয়েছে এমন ১৩ দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় এবারই প্রথম ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ নামে তিন বছর মেয়াদি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।
সুন্দরবনের বাঘ-মানুষ দ্বন্দ্ব বন্ধে ৪৯টি ভিলেজ টাইগার রেন্সপন্স টিমের ৩৪০ সদস্য এবং ৪টি রেঞ্জের কমিউনিটি পেট্রল গ্রুপের ১৮৫ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাঘের আবাসস্থলে ২টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, আগুন নেভানোর যন্ত্রাংশ, পাইপ ও ড্রেন করা হবে। নাইলনের ফেন্সিং নির্মাণ করা হবে প্রায় ৬০ কিলোমিটার এলাকায়।
বন বিভাগের কর্মকর্তা বলছেন, বাঘ জরিপের পাশাপাশি সুন্দরবনে বাঘ, হরিণ, বন্য শুকরসহ বিভিন্নও প্রাণীরও জরীপ করা হবে। নির্ণয় করা হবে বাঘের পরজীবির সংক্রমণ ও অন্যান্য ব্যাধি ।
বিশেষজ্ঞরা বলছেন, বাঘ গবেষণা প্রকল্পভিত্তিক না করে সব সময় গবেষণারত রাখা হলে এর সুফল পাওয়া যাবে।
সুন্দরবন বিভাগের রেকর্ড অনুযায়ী, ২০০১-২০২১ সাল পর্যন্ত সিডর, বার্ধক্যজনিত, গণপিটুনি ও শিকারীর হাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে ৩০টি বাঘ মারা পড়ে।