ডিবি কার্যালয়ে নয়াপল্টনের সহিসংতার জন্য জিজ্ঞাসাবাদ চলছে
- আপডেট সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৮৬১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। নয়াপল্টনে সহিংসতার জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানান ডিবি প্রধান। এদিকে, এখনো নির্ধারিত হয়নি ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছেই মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে শাহজাহানপুরের বাসায় ফেরেন মির্জা আব্বাস।
এর প্রায় ঘন্টা তিনেক পরে রাত সোয়া তিনটার দিকে মির্জা আব্বাসকে তার বাসা থেকে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
সকাল ৯টার দিকে বিএনপির শীর্ষ দুই নেতাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে। পরে বেলা সোয়া ১১টায় সাংবাদিকদের ডিবি প্রধান জানান, নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাদের সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি প্রধান এসময় জানান, কমলাপুর স্টেডিয়াম নয়, বিএনপিকে সমাবেশ করতে হলে সরকারি বাঙলা কলেজের মাঠেই করতে হবে।