নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়
- আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ২০৫৫ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। তার আগেই, পল্টন এলাকায় ঢল নেমেছে নেতাকর্মীদের।
এরই মধ্যে সমাবেশস্থলে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। মঞ্চের আশপাশে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। সাদা, নীল, লাল, সবুজ ও হলুদ টুপি মাথায় হাজার হাজার নেতাকর্মী মুহুর্মুহু করতালি দিয়ে স্লোগান দিচ্ছেন। হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা নয়াপল্টন ও আশপাশের এলাকা।
ভিড় বাড়তে থাকায় সকালেই নয়াপল্টনের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে নয়াপল্টন সড়কে। রয়েছে সাঁজোয়া যান, জলকামানের গাড়ি।