নরসিংদীতে কয়েকশ’ বিঘা কৃষিজমি নষ্ট করে বালু ভরাট করছে প্রভাবশালী মহল
- আপডেট সময় : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশে ডাঙ্গা ইউনিয়নে একটি কোম্পানির পক্ষ হয়ে কৃষকদের কয়েকশ’ বিঘা কৃষিজমি নষ্ট করে বালু ভরাট করছে প্রভাবশালী মহল। এর প্রতিবাদ করতে গেলেই নানা হুমকি ও মারধরের শিকার হচ্ছেন কৃষকরা। তবে জেলা প্রশাসক বলছেন, খুব দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম। এখানকার বিস্তির্ণ এলাকাজুড়ে চাষ হতো ধানসহ নানা রকমের সবুজ শাক সবজি। তবে এখন বালু ছাড়া আর কিছুই দেখা যায় না। কৃষকদের জমির ফসল নষ্ট করে বালু দিয়ে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। কৃষকরা বলছেন, তাদের কোনো কিছু না জানিয়েই একটি কোম্পানিকে জায়গা দিতে ফসলের উপরেই বালু ফেলে ভরাট করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলেই প্রাণ নাশের হুমকি সহ মারধরের শিকার হচ্ছেন তারা।
স্থানীয় কৃষি বিভাগ বলছে ওইখানে বালু ফেলার ব্যাপারে আগেই নিষেধ ছিল। স্থানীয় জনপ্রতিনিধি জানান, জমি নিতে হলে কৃষকদের ন্যায্যমূল্য দিয়ে নিতে হবে।
কৃষিজমি নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে সংবাদ সংগ্রহের পর ওই স্থানে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক দন্ড দিয়ে বালু ফেলার কাজ বন্ধ করে দিলেও আবারো শুরু হয়েছে বালু ফেলা।