নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আলোকবালীতে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, প্রার্থিতা ও আধিপত্য নিয়ে মেম্বার প্রার্থী রিপন মোল্লার সাথে প্রতিদ্বন্দ্বী আবু খায়েরের বিরোধ চলছিলো। কয়েকদিন ধরে সংঘর্ষ আর উত্তেজনা ছড়িয়েছে সমর্থকদের মাঝে। এরই ধারাবাহিকতায় নেকজানপুর গ্রামে ভোর ৬টার দিকে দুই প্রার্থীর সমর্থকরা পরস্পরের উপর হামলা চালায়। সদর মডেল থানার ওসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে সংঘর্ষের পরে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।